স্টাফ রিপোর্টার ॥ আন্তনগর জয়ন্তিকা ট্রেনে হবিগঞ্জের সাটিয়াজুড়ি-লস্করপুর স্টেশনে মাঝামাঝি স্থানে ঢিল ছুড়ার ঘটনা ঘটেছে। এতে শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জগামী যাত্রী মোঃ সেলিম মিয়া (৩২) আহত হয়েছেন। তার বাড়ি শায়েস্তাগঞ্জের গৌরাঙ্গের চক গ্রামে। গতকাল রোববার বেলা পৌনে ১২টার দিকে সাটিয়াজুরী-লস্করপুর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটে। আহত সেলিমকে শায়েস্তাগঞ্জের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। আহত সেলিম মোবাইল ফোনে জানান, তারা শ্রীমঙ্গল থেকে জয়ন্তিকা ট্রেনে করে শায়েস্তাগঞ্জে যাচ্ছিলেন। ট্রেনটি সাটিয়াজুড়ি রেলস্টেশ ক্রস করে লস্করপুর রেলস্টেশনের কাছাকাছি পৌছালে হঠাৎ রাস্তা থেকে কে বা কারা ট্রেন লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছুড়ে মারে। এতে জানালার পাশে বসা সেলিমের মাথায় ঢিল পড়লে ফেটে যায়। আহত সেলিমের অভিযোগ, ট্রেনে ভিতর চিৎকার করেও কোন লাভ হয়নি। বগিতে দায়িত্বরত কোন এটেনন্ডেন্ট কিংবা নিরাপত্তকর্মীকে পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাষ্টার কাজী শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।