মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল গভীররাতে এস আই রাজীব কুমার রায় এএসআই জিয়াউর রহমান সহ মহাসড়কের যমুনা ইন্ড্রাষ্ট্রিয়াল পার্কের সামনে থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। চোর চক্রের সদস্য উপজেলার তেলিয়াপাড়া নোয়াগাঁও গ্রামের -মোঃ মহরম আলী ছেলে মোঃ মুন্না (১৯) ও একই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আনোয়ার (৪৫) কে আটক করে। তাাদের হেফাজত থেকে চোরাইকৃত একটি লাল রংয়ের রেজিস্ট্রেশন বিহীন পালসার মোটর সাইকেল যার ইঞ্জিন নং- উঐএইজঊ ৬১৪৭৩, চেসিস নং- গউ২উঐউঐততজঈঊ ৬০৪৩১, যাহার লক ভাঙ্গা ও চাবিবিহীন উদ্ধার করেন।
মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।