স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে রাস্তার উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল বিকেলে হাতিরথান এলজিইডি সড়ক থেকে মতিন খান হাউজ ভায়া ধোপাখাল বাজার সড়কটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এমপি আবু জাহির সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করিয়েছেন। উদ্বোধনী ফলক উন্মোচন শেষে তিনি হাথিরতান গ্রামবাসী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় এমপি আবু জাহির লস্করপুর ইউনিয়নের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরলে উপস্থিত লোকজন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় রহমত আলীর সভাপতিত্বে ও আয়াত আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লস্করপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন প্রমুখ।
নানা শ্রেণি পেশার সহশ্রাধিক লোকজন এ সভায় অংশ নেন। শুরুতেই এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের উদ্যোগে এমপি আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তিনি লস্করপুর ইউনিয়নে কটিয়াদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট আইডিয়াল একাডেমী এন্ড হাইস্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।