স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সিএনজি চালককে পিটিয়ে দাঁত ভেঙ্গে দেয়ার অভিযোগে হাইওয়ে থানার দুই পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনা নিয়ে সিএনজি মালিক ও শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাছাড়া পুলিশের এমন কর্মকাণ্ডে তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র সিএনজি চালক শান্ত মিয়া বাদি হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৮ আদালতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নায়েক মোঃ মহিউদ্দিন (৩০) ও কনস্টেবল ছাদেক মিয়া (২৮) এর বিরুদ্ধে মামলা করেন। মামলার বিবরণে জানা যায়, গত ১৪ মার্চ সিএনজি চালক শান্ত মিয়া সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের পেট্রোল পাম্পের নিকট এক বিজিবি সদস্যের স্ত্রীকে নামিয়ে দেয়ার পর গাড়িটিকে অযথা ধাক্কাধাক্কি করে উল্লেখিতরা। তাদেরকে কারণ জিজ্ঞাসা করলে আসামিরা গাড়ির চাবি নিয়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারধোর শুরু করে। আঘাতের কারণে সিএনজি চালকের ওপরের অংশের একটি দাঁত ভেঙ্গে যায় এবং গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে উল্লেখিত দুই পুলিশ সদস্য তার সিএনজিটি হাইওয়ে থানায় নিয়ে যায়। শান্ত মিয়া কোথাও বিচার না পেয়ে অবশেষে গত ১৫ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। বাদিপক্ষে মামলা দায়ের করেন এডভোকেট আশরাফুল আলম ফয়ছল। তিনি জানান, বাদিকে পুলিশ মারাত্মকভাবে জখম করে দাঁত ভেঙ্গে দিয়েছে। আশা করছি সে ন্যায় বিচার পাবে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, বিষয়টি আমি জানি না। বিস্তারিত জেনে ব্যবস্থা নেব।