মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

রাজিউড়ায় লন্ডন প্রবাসীর পুত্র ও পুত্রবধুসহ ৩ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের এসপিকে তদন্তের নির্দেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কেরানিগঞ্জে খুন হওয়া হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া গ্রামের মসজিদের ইমান মোঃ আলমগীর হত্যার ঘটনায় মামলা দায়ের, তদন্ত রিপোর্ট এবং নারাজির মাধ্যমে পুনঃতদন্ত রিপোর্ট পক্ষে আনার কথা বলে দফায় দফায় টাকা নিয়ে আত্মসাৎ করেন ফান্দ্রাইল গ্রামের দারগা আলতাফ হোসেন ও তার সকল অপকর্মের সহযোগী সাইরুল ইসলাম চৌধুরী। মোঃ আলমগীরের পিতা রাজু মিয়া ও মাতা রাবেয়া খাতুন জমি-জমা এবং স্বর্ণালংকার বিক্রি করে এই টাকা প্রদান করেন। প্রতারণার শিকার হওয়ার পর পুত্র হত্যার যথাযথ বিচার না পেয়ে টাকা ফেরতের জন্য আলতাফ চৌধুরী ও সাইরুল চৌধুরীকে চাপ প্রয়োগ করলে তারা টাকা ফেরত দিবেন বলে সময় ক্ষেপন করতে থাকেন। এরই মাঝে মারা যান দারগা আলতাফ চৌধুরী। রাজু মিয়া ও রাবেয়া খাতুন আলতাফ চৌধুরীর জানাযায় গিয়ে টাকা ফেরত দেয়ার জন্য হট্টগোল করেন। তখন সাইরুল ইসলাম চৌধুরী এবং আলতাফ চৌধুরীর লন্ডন প্রবাসী পুত্র আলমগীর হোসেন লিটন চৌধুরী ও তার স্ত্রী আছমা আক্তার চৌধুরী টাকা প্রদানের অঙ্গীকার করে দাফন সম্পন্ন করেন। পরে সেই টাকা না দিয়ে লেনদেন অস্বীকার এবং তাদেরকে হত্যার হুমকি প্রদান করেন তারা। ফলে নিরুপায় হয়ে রাবেয়া খাতুন আলতাফ চৌধুরীর লন্ডন প্রবাসী পুত্র আলমগীর হোসেন লিটন চৌধুরী ও তার স্ত্রী আছমা আক্তার চৌধুরী এবং সাইরুল ইসলাম চৌধুরীকে আসামী করে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন। এই মামলাটি ছিল বৃহস্পতিবারের আলোচিত মামলা। ওই আদালতের পেশকার রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, রাবেয়া খাতুনের ছেলে ঢাকার কেরানীগঞ্জের বটতলী মসজিদের ইমান মাওলাান মোঃ আলমগীর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারী সেখানে খুন হন। আলতাব চৌধুরী পুলিশ বাহিনী থেকে অবসর নিলেও বিভিন্ন মামলার তদবির বাজ হিসাবে পরিচিত হওয়ায় রাবেয়া খাতুন তার কাছে গেলে তিনি টাকার বিনিময়ে মামলা এফআইআর ও রিপোর্ট করানোর দায়িত্ব নেন। রাবেয়া খাতুন জমি বিক্রি করে এই টাকা দিলেও যথাযথ রিপোর্ট না আসলে মামলার নারাজি ও রিভিশন এবং পুনঃ রিপোর্ট এর জন্য কয়েক দফায় আরও টাকা নেন। এই টাকা সংগ্রহ করতে গিয়ে সোনা-দানা বিক্রি করে নিঃস্ব হয়ে যায় রাবেয়া। কিন্তু কোন বিচার পায়নি। পরে টাকা ফেরত চাইলে তারা সময় ক্ষেপন ও ক্ষমতার দাফট দেখায়। জানাযার সময় বাধা দিলে সম্মান বাচাতে টাকা ফেরতের আশ^াস দিয়েও তার সহযোগী এবং লন্ডন প্রবাসী পুত্র ও পুত্র বধু প্রতারণা করে। রাবেয়া খাতুন বলেন, বাধ্য হয়ে তিনি মামলা দায়ের করেছেন। আলতাফ হোসেন নিজেকে অনেক ক্ষমতাশালী মনে করে আমাদেরকে হয়রানী করেছেন। তার পুত্রবধু আসমাও মন্ত্রীর সাথে যোগাযোগ আছে বলে হুমকি দিয়েছে। এখন আদালত আমার বিচার করবে। সম্প্রতি হত্যা মামলার আসামী হয়েও দারগা আলতাফ চৌধুরীর বাসায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের দাওয়াত খাওয়া নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আলতাফ চৌধুরী বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ করলে তার জানাযার সময় অনেক মানুষ আসে তার কাছে পাওনা টাকার জন্য। জানাজার দিন তারা লন্ডন প্রবাসী ছেলে লিটন চৌধুরী সবার টাকা দিবে বলে লন্ডনে পালিয়ে যায়। ফান্দ্রাইল গ্রামের আলতাফ চৌধুরীর পেশা ছিল মিথ্যা মামলা দিয়ে সাধারন মানুষকে হয়রানী করা। এমনকি নিজের মেয়েকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করে পরে ১৫ লাখ টাকা দিয়ে আপস করেছেন। আবার নিজের আরেক মেয়ের বিরুদ্ধে নিজেই প্রতারণার মামলার হুমকি দিয়ে তার সম্পত্তি দখলের চেষ্টা করছেন।
আলতাফ চৌধুরী চাকুরী জীবনে বিভিন্ন অনিয়মে অভিযুক্ত ছিলেন। চাকুরী থেকে অবসর নিয়ে তিনি জড়িয়ে পড়েন বিভিন্ন অপকর্মে। মামলাবাজ হিসাবে পরিচিতি পেয়ে যান এলাকায়। এলাকার যে কোন ঘটনার পিছনে তার ভূমিকা থাকে। এলাকাবাসী বিভিন্ন সময় আলতাফ চৌধুরীর অত্যাচার থেকে রক্ষা পেতে বিভিন্ন দপ্তরে আবেদন দিয়েও কোন প্রতিকার পায়নি। আলতাফ হোসেন এর বড় মেয়ে আফিয়া খানম চৌধুরী তার পিতার অত্যাচার থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করার পর হবিগঞ্জ সদর থানায় জিডি করেও রেহাই পাননি। আলতাফ হোসেন ২০০৪ সালে চাকুরী থেকে অবসর নেন। এর পরই শুরু করেন মামলা ও হয়ারনীর খেলা। শুধু নিজেই মামলা দায়ের করেন না। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলা রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এমনকি দুদকেও দুইবার অভিযোগ প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে। কিন্তু রহস্যজনকভাবে তিনি রেহাই পেয়ে যান এ সকল অভিযোগ থেকে। ফলে তিনি দিন দিন বেপরোয়া হয়ে উঠেন। পরে তার মৃত্যুর পর এলাকাবাসী হাফ ছেড়ে বাচে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com