স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স পার্কিং স্ট্যান্ড ব্যবস্থাসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতির ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা।
গহতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর বাস টার্মিনালস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এবং জেলা এ্যাম্বুলেন্স মালিক সমিতি সমন্বয় পরিষদের যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভা শেষে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী সাংবাদিকদের জানান, হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল কেন্দ্রিক আমাদের সংগঠনের আওতাধীন ৪০/৫০টি প্রাইভেট এ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রোগীসেবা দিয়ে আসছে। এ থেকে উপার্জিত টাকা দিয়ে এসব শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির ইশারায় আমাদের এ্যাম্বুলেন্সগুলোকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ক্যাম্পাসে থাকতে দেওয়ঢা হচ্ছে না। অথচ সিলেট ওসমানি মেডিকেল হাসপাতাল, মৌলভীবাজার, বি-বাড়িয়া, ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনসহ দেশের সকল হাসপাতাল প্রাঙ্গনে থেকে এ্যাম্বুলেন্স শ্রমিকরা রোগী সেবা দিয়ে আসছেন। হবিগঞ্জ হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স অবস্থান করতে না দেওয়ার কারনে শ্রমিকরা বার বার বিকল্প পার্কিং স্ট্যান্ড করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। শ্রমিকদের দাবি প্রেক্ষিতে ২/৩ মাস পূর্বে জেলা প্রশাসক হবিগঞ্জ আরটিসি এর সভায় বিকল্প স্ট্যান্ডের জায়গার জন্য হাসপাতালের পশ্চিম দিকে দক্ষিণ উত্তরমুখী যে রাস্তাটি দেওয়ার কথা বলেছিলেন। এবং তিনি এ সমস্যা সমাধানের জন্য একটি কমিটিও গঠন করেছিলেন। কিন্তু অদ্যবতী পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। বিকল্প স্ট্যান্ড ব্যবস্থা না হওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স রাখছেন। এতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার শ্রমিকদের সাথে দুর ব্যবহার করছেন এবং পুলিশদের দিয়ে শ্রমিকদের নাজেহাল করছেন। শুধু তাই নয়, ৭ মার্চ সকালে বিনা কারণে তত্ত্বাবধায়ক এক এ্যাম্বুলেন্স শ্রমিককে গালিগালাজ করেন। এমনকি তাকে হত্যা করে লাশ ঘুম করার হুমকি দেন। এ অবস্থায় ৯ মার্চ থেকে এ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এতে রোগী সেবা বিঘ্নিতসহ শ্রমিক ও তাদের পরিবারবর্গ আর্থিক অনটনের মধ্যে মানবেতর জীবন যাপন করছেন। এ পরিস্থিতিতে আন্দোলনে নামতে বাধ্য হয়ে ৯ দফা দাবি আদায়ের লক্ষে ১৯ মার্চ রবিবারকে অনির্দিষ্টকালে জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। শ্রমিকদের দাবিগুলো হলো-হাসপাতাল প্রাঙ্গণে এ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থা, পুলিশ দিয়ে এ্যাম্বুলেন্স শ্রমিক নির্যাতন বন্ধ, হাসাপাতাল থেকে দালাল উচ্ছেদ, হবিগঞ্জ সদর হাসপাতাল পরিচালনা কমিটি ও হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটিতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি অন্তর্ভুক্ত করন, তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকারকে প্রত্যাহার, চালকদের লাইন্সেস পাওয়ার জন্য ডোপ টেস্ট চালু, জেলা আনসার কমান্ডার অফিসের পশ্চিম দিকে রোড্স এন্ড হাইওয়ের খালি জায়গায় মাইক্রোবাস পার্কিং এর স্ট্যান্ডের জায়গা নির্ধারণ, জেলা ব্যাপি বিভিন্ন রাস্তায় চলাচলরত অবৈধ গাড়ী চলাচল বন্ধ, কারণে অকারণে যাত্রীবাহী গাড়ি রিকোইজিশন করা বন্ধের দাবি জানানো হয়। এসব দাবি না মানলে পরবর্তীতে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহন করবে জানান শ্রমিক নেতা সজিব আলী। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু। বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদ মিয়া, সাবেক সহ-সাধারণ সম্পাদক দিয়ারিছ মিয়া, শ্রম কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, নুরুল আমিন লালন, এ্যাম্বুলেন্স স্ট্যান্ড কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ তরফদার, সাধারণ সম্পাদক রুমন মিয়া, ক্যাশিয়ার কাউছার মিয়া প্রমূখ। সভায় বক্তব্য রাখছেন, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু। পাশে রয়েছেন সাধারণ সম্পাদক সজিব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।