মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে মোঃ আরমান বৈদ্যুতিক পাখায় ১১৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোহাম্মদ আলী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট।
সাধারণ সদস্য ফারুক মিয়ার মৃত্যু জনিত কারণে পদটি শূন্য হলে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান চলে। মোট ৩৩শ ৫৯ ভোটারের ওয়ার্ডে ২১শ ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উপনির্বাচনে ইভিএমর মাধ্যমে মনতলা শাহজালাল সরকারি কলেজ কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্টিত হয়। প্রিসাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল হোসেন উপনির্বাচনের ফলাফল ঘোষনা করেন।