বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ প্রেসকাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর সভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম ও হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর।
হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে এবং একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাভাপতি আব্দুল হালিম, যায় যায় দিনের হবিগঞ্জ প্রতিনিধি নূরুল হক কবির, হবিগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, এসএ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান চৌধুরী রতন, দৈনিক এক্সপ্রেস পত্রিকার বার্তা সম্পাদক কাউছার আহমেদ, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এমএ আজিজ সেলিম, বাংলা নিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, সাংবাদিক এমআর শায়েল, বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান তারেক, এখন টিভির হবিগঞ্জ প্রতিনিধি কাজল সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়, আজকের পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি সহিবুর রহমান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আমীর হামযা, সাংবাদিক আলাউদ্দিন খন্দকার, দৈনিক বাংলার হবিগঞ্জ প্রতিনিধি রায়হান আহমেদ, সাংবাদিক এম সজলু, বাংলা টিভি’র প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার জেলা প্রতিনিধি সৈয়দ মিজান ইব্রাহিম, দৈনিক ভোরের ডাক পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মুহিন শিপন, তরফ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার বার্তা সম্পাদক এইচএম হেলিম, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ তৌহিদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সকল অথিতিবৃন্দদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সত্য তথ্য নির্ভর এবং বাস্তব সম্মত সংবাদ পরিবেশনের পাশাপাশি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উত্তরোত্তর সম্মৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com