বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

গণঅধিকার পরিষদকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে-এড. নোমান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবগঠিত গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার ১ম কর্মী সভা গতকাল বুধবার বিকাল চারটায় হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ জেলার আহ্বায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান। তিনি বলেন, এদেশের রাজনীতির গুনগত মান পরিবর্তনে আমরা এদেশের জনসাধারণকে সাথে নিয়ে লড়তে চাই। রাজনীতির মাঠে যে দুর্বৃত্তায়ন চলছে, সেই জড়তা ভেঙ্গে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং গুণে ধরা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের স্বার্থে গণঅধিকার পরিষদকে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সভায় গণঅধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক লোকমান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম হিরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলার সদস্য সচিব আবুল হোসেন জীবন, গণঅধিকার পরিষদ হবিগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ পৌর শাখার আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, গণ অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মাওলানা ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া, যুগ্ম সদস্য সচিব মোঃ মানিক মিয়া, গণঅধিকার পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সদস্য সচিব এখলাস আহমেদ, পেশাজীবী অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার সভাপতি রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক মাহদী হাসান, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক হান্নান পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সুজন রাসেল, যুব অধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রমিক অধিকার পরিষদ হবিগঞ্জ সদরের স্বমন্বয়ক আব্দুল আউয়াল, যুবনেতা মর্তুজ আলী, বাবুল মিয়া, আব্দুল মজিদ, আকরাম আলী, ফুল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com