স্টাফ রিপোর্টার ॥ ওয়ারেন্ট তামিল ও বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটনে সদর থানার এসআই মুজিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তা। মাসিক সভায় সম্মাননা পেয়েছেন তিনি এ সম্মানে ভূষিত হন। গতকাল বুধবার দুপুরে পুলিশ লাইনে পুলিশ সুপার এসএম মুরাদ আলি এ সম্মাননা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।