বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিশ্বভোক্তা অধিকার দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় র্যালী শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজলো নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেধা আচার্য্য, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, পল্লী বিদ্যুতের এজিএম শহিদুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ ও বাহুবল মডেল থানার এসআই ইসমাঈল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহম্মদ আলী। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচরী, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।