স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাক গ্রামে সরকারী অর্থায়নে স্থাপিত টিউবয়েল বসিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে ওই গ্রামের কাউসার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সে ওই গ্রামের মৃত শুকুর আলীর পুত্র। জানা যায়, সরকার গ্রামবাসীকে সুপেয় পানি ব্যবহারের জন্য ওই টিউবয়েলটি স্থাপন করে দিলেও কাউসার এই টিউবওয়েলের চতুর্দিকে দেওয়াল প্রাচীর নিমার্ণ ব্যক্তিগতভাবে ব্যবহার করছে। গ্রামবাসী যেন কোন ভাবেই সরকারী টিউবওয়েলটি ব্যবহার না করতে পারে এ জন্য তিনি টিউবউয়ের চার পাশে প্রাচীর নিমার্ণ করছেন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ওই গ্রামের এক প্রবীন ব্যক্তি বলেন, সরকারের বরাদ্দকৃত টিউবওয়েল থেকে সাধারণ গ্রামবাসী বঞ্চিত হবে এ দেওয়াল প্রাচীর নিমার্ণ করা সম্পন্ন হলে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে সাধারণ গ্রামবাসী যেন সরকারি টিউবওয়েল টি ব্যবহার করতে পারে এ দাবি জানিয়েছেন এলাকাবাসী।