মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে পলো বাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। চিতইল্লা বিলে পলো বাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে পুলিশ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট নিপে করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় পুলিশের উপর ঢিল ছুড়ে হলে বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী, মনিরুল ইসলামসহ ৩ জন কনস্টেবল আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৯ জন আটক করা হয়েছে। গতকাল ১৪ মার্চ মঙ্গলবার উপজেলার মন্দরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, মন্দরী ইউনিয়নের চিতইল্লা বিলে পলো বাওয়ার জন্য সোমবার (১৩ মার্চ) বানিয়াচং সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ে আহবানে সাড়া দিয়ে নয়াগাঙ্গের পাড় নামক স্থানে হাজারো মানুষ মঙ্গলবার সকালে পলো নিয়ে হাজির হন। তারা মন্দরী গ্রাম সংলগ্ন নদী পাড় হয়ে চিতইল্লা বিলে যাওয়ার চেষ্ঠা করলে তাদেরকে বাঁধা দিতে বিপরীত দিক থেকে এগিয়ে আসেন মন্দরী গ্রামবাসী। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ থামাতে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ উভয় পকে বাঁধা প্রদান করলে পলোবাহীরা পুলিশের উপরে ইট পাটকেল ও লাঠি ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নেতৃত্বে ৬ রাউন্ড কাঁদানেগ্যাস ও ৫ রাউন্ড রাবার বুলেট নিপেক্ষ করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, পলো বাইচ গ্রামের ঐতিহ্য বহন করলেও অন্যজনের লীজ নেয়া বিলে জোরপূর্বক মাছ ধরতে গিয়ে প্রশাসনের বাঁধা অমান্য করে সকল লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। যা মোটেও কাম্য ছিলা না। পরবর্তীতে পলইয়াগন পুলিশের উপরে ইটপাটকেলসহ ফিকল ছুড়েছে। এতে আমাদের ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।