স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে দেওয়া হবিগঞ্জ মটর মালিক গ্রুপ ও হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যৌথ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-পরিবহন হলো সেবা মূলক একটি ব্যবসা। এটি অন্য ব্যবসার মত না। তাই যাত্রীদের সঠিক ভাবে পরিবহন শ্রমিকদের সেবা দিতে হবে। তিনি বলেন-মধ্যে আমি আমার নির্বাচনীয় এলাকার বিভিন্ন রাস্তা উন্নত করেছি। সম্প্রতি রাস্তা মেরামত করার জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। কিছু দিনের ওই বরাদ্দকৃত টাকায় রাস্তার উন্নয়ন কাজ শুরু করবো। তিনি আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র আতাউর রহমান সেলিম। স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী, ম্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আরব আলী, ম্যাক্সি মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান, মর্ডান পরিবহনের পরিচালক জামাল মিয়া, দুরন্ত টান্সপোর্টের ওয়াসিম উদ্দিন, হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, আনোয়ারুজ্জামান, আক্তার মিয়া, জাহির মিয়া, ছানু মিয়া ও শাহজাহান মিয়া।