বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার মিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। অভিযানকালে লাইসেন্সবিহীন সিএনজি চালনার দায়ে সাজিদ মিয়াকে ১ হাজার ৫শ ও সায়েদ আলীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরফান মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সহযোগিতায় ছিলেন বাহুবল মডেল থানার একদল পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।