প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সেলিম মিয়া গংদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বিশিষ্ট মুরুব্বী আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা শেখ একে এম সুফি, ৫নং গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, ডাক্তার কুতুব উদ্দিন, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জাবেদ আলী মাষ্টার, খেজুর উদ্দিন, আইয়ূব খান, গিয়াস উদ্দিন মেম্বার, তারা মিয়া মেম্বার, নারী সদস্য মাহমুদা খাতুন, সাবেক মেম্বার সোহেল মিয়া, আব্দুল কাইয়ূম, আব্দুল মজিদ, সফিক মিয়া, আব্দুর রউফ মেম্বার। এ ছাড়াও নিজামপুর, বাতাসর, পাইকপাড়া, সৈয়দপুর, সোয়ারগাঁও, মিঠির চক, ধুলিয়াখাল, নিতাইর চক, কান্দিগাঁও, দরিয়াপুর, গৌরাঙ্গের চক, শরীফাবাদ, ভাদৈ, সুকড়িপাড়া, রিচিসহ বেশ কয়েকটি গ্রামের মুরুব্বী, যুবক ও আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় সোয়ারগাঁও গ্রামের সেলিম মিয়া ও তার সহযোগিরা তাদের নিয়োজিত কিছু লোক নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, পাইকপাড়া স্কুল ও মসজিদ কমিটির সভাপতি গহর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম সরাজ, নুর আলী ও আলীগ নেতা ও ব্যবসায়ী আব্দুর রহিমের বিরুদ্ধে অপপ্রচার করতে প্রতিবাদ সভা করে তাদের মান ক্ষুন্ন করেছে। এসবের বিরুদ্ধে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ছাড়া সেলিম ও তার সহযোগিরা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ পরিত্যক্ত রেল লাইনের শিক চুরির মামলার আসামি ছিল। এ মামলার স্বাক্ষি হলো নুর আলী ও গহর আলী। এ কারণেই তারা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ছাড়া সেলিম ও তার লোকজন বিভিন্ন অপকর্মকান্ডে জড়িত। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবি জানানো হয় প্রতিবাদ সভায়।