মাধবপুর প্রতিনিধি ॥ ভারত থেকে চোরাই পথে আসা মালামালসহ গাজীপুরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে মাধবপুর থানার একদল পুলিশ রাত দেড়টায় মাধবপুর পৌর এলাকার স্টেডিয়াম পাড়া থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় মালামাল ১৩২০ প্যাকেট ট্যাং-২৮৮০ পিস মেহেদী এবং ৪৮০পিস ক্রীম উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকার অধিক।
আটককৃত আসামী গাজীপুর জেলার শ্রীপুর থানার দূর্লভপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২)। ধৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানিয়েছেন।