স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের গুইঙ্গাজুড়ি হাওরে জেলা প্রশাসক দিঘী খননের অনুমতি দিলেও শর্তভঙ্গের কারণে তা বাতিল করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কৃষি জমিতে বসানো ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন অপসারণ করেননি জেলা মৎস্যজীবি লীগ নেতা তাজুল ইসলাম। এ নিয়ে স্থানাীয় কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। হাওরে মাছের অভযারণ্য তৈরীর জন্য ১৪ দশমিক ৭৬ একর জমির মাটি কেটে চারদিক উচুঁ করার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তাজুল ইসলাম। বাহুবল উপজেলা প্রশাসনের সুপারিশ পেয়ে গত ১৫ জানুয়ারী জেলা প্রশাসক কার্যালয় থেকে কয়েকটি শর্ত দিয়ে আবেদনটির অনুমতি দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে গত ১ মার্চ জেলা প্রশাসক বরাবরে ৫২ জন কৃষক ও এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেন অমৃতা গ্রামের মাওলানা গোলাম সারওয়ার নামে এক ব্যক্তি। ২৩ ফেব্রুয়ারী একই বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অপর একটি লিখিত অভিযোগ করেন একই গ্রামের মো. মতিউর রহমান। অভিযোগে উল্লেখ সম্প্রতি জেলার বাহুবল উপজেলার গুইঙ্গাজুড়ি হাওরে সমুদ্রফেনা মৌজার খাইজ্জাউড়ি এলাকার কৃষি জমি ও দিঘী থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনে প্রস্তুতি গ্রহণ করেন স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা মৎস্যজীবি লীগের সাবেক সাধারণ সম্পাদব তাজুল ইসলামসহ ৪/৫জনের একটি দল। তারা হাওরের কৃষি জমিতে বড় ড্রেজার মেশিন ও প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ধানের জমির উপর দিয়ে ১৮ ইঞ্চি পাইপ স্থাপন করেন। মাটি ওবালু তোলার জন্য ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করতে যেয়ে আমাদের বোরো ধানের অনেক জমি নষ্ট হয়ে গেছে। কৃষি জমির মাটি ও বালু বিক্রি করা হলে হাওরের সকল জমি ও রাস্তাঘাট ধ্বংস হয়ে যাবে। এছাড়া এলাকার মাহবুবুর রহমান চৌধুরী জহুর আলী, লেবু মিয়া, তৌরজ মিয়া, মাসুদ মিয়া, রহিম উদ্দিনসহ অনেক জমির মালিক ও কুষকরা জানান, গুইঙ্গাজুড়ি হাওর হবিগঞ্জ জেলার সব চেয়ে বড় হাওর। এখানে শুধু একটি ফসল হয়ে থাকে। বাকি সময় পানি থাকায় হাওরে প্রাকৃতিকভাবেই বিভিন্ন প্রজাতির দেশি মাছ হয়ে থাকে। কৃষি জমি থেকে মাটি ও বালু তোলা হলে আমাদের জমিসহ আশপাশের সকল কৃষি জমি ভেঙ্গে মারাত্নক ক্ষতির সম্মুখিন হবে। দ্রত ড্রেজার মেশিন ও কৃষি জমি জমির উপর দিয়ে ১৮ ইঞ্চি পাইপ স্থাপন অপসারণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন তারা। তবে জেলা মৎস্যজীবি লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, হাওরে মা মাছ চাষ ও অভয়াশ্রম করার জন্য হাজার হাজার মৎস্যজীবিদের কাছ থেকে চাঁদা তুলে ১০০ খানি জমি কেনা হয়েছে। জলাশয় খনন করার ব্যাপারে জেলা প্রশাসন থেকে আমি ১ মাসের জন্য অনুমতি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি নেই। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রফিকুল আলম বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বাহুবলের সহকারী কমিশনার ( ভূমি) রুহুল আমিন তদন্ত করে প্রতিবেদন জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করেন। গুইঙ্গাজুড়ি হাওরে মা মাছ চাষে দিঘী খননে আইনের শর্ত ভঙ্গ করায় অনুমতির বিষয়টি বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ইসরাত জাহান এর হস্তক্ষেপে দ্রত এটি বন্ধ হওয়ায় খুশি হয়েছেন অভিযোগকারী ও স্থানীয় কৃষকগণ। ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন অপসারণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন তারা। পাশাপশি এ হাওর রক্ষায় প্রশাসনের তাৎক্ষনিক পদক্ষেপে বাংলাদেশ পরিবশে আন্দোলন (বাপা) ও সুশিল সমাজের প্রতিনিধিগণও সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৪ ধারায় বর্ণিত আছে এ ধরনের কাজে জড়িত ব্যক্তিরা অনুর্ধ্ব ২ বৎসর কারাদন্ড বা সর্ব নিম্ন ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন।