প্রেস বিজ্ঞপ্তি ॥ গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার স্থানীয় মুক্তিযোদ্ধা চত্ত্বর প্রাঙ্গণে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, ইউরোপীয় সমন্বয়কারী ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক এম.এ সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ময়নার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাপা নেতা সাবেক ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু, জালাল উদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ বাবুল, আব্দুস সালাম মেম্বার, জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজল আহমেদ মেম্বার, আবু তালেব, গাজী মিজবাহ উদ্দিন, বিপ্লব চন্দ্র দেব, আমিনুর রহমান মুনতাহার, জুনায়েদ আহমেদ, রুহেল আহমেদ, রবিন সরকার, এম.এম হেলাল, সোহেল আহমেদ, মিল্টন তালুকদার, ফরিদ মিয়া, রনজু দেব, এরশাদ মিয়া, কুতুব উদ্দিন, রমজান মিয়া, শাহ আলম প্রমুখ।
সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু মোবাইল যোগে বক্তব্যে জাতিসংঘের দ্বিমুখী আচরণ এর জন্য সমালোচনা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং সারা বাংলাদেশে জাতীয় পার্টিসহ সর্বস্তরের জনগণের প্রতি জেলা ও উপজেলা পর্যায়ে ইসরাইলিদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।