স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ। বিকেলে শহরের শায়েস্তানগর পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আফিল উদ্দিন, ডাঃ অসিত রঞ্জন দাশ, সজীব আলী, এডঃ প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, এডঃ লুৎফুর রহমান তালুকদার, উপদেষ্টা এডঃ শ্যামল কুমার রায় চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, এডঃ সুলতান মাহমুদ, হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, আওয়ামীলীগ নেতা এডঃ হুমায়ূন কবির সৈকত, এডঃ আজিজুর রহমান সজল, এডঃ আফজাল আলী দুদু, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা এডঃ মীর গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা যুবলীগ নেতা শফিকুজ্জামান হিরাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইশতিয়া রাজ চৌধুরী, মহিবুর রহমান মাহি, জেলা ছাত্রলীগ সভাপতি আরিফ বাপ্পি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আহমেদ প্রমূখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় এডঃ আলমগীর চৌধুরী, সন্ত্রাস, নৈরাজ্য, বোমাবাজি ও ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে নির্বাচনের পথে হাটার জন্য বিএনপিকে আহ্বান জানান। অন্যথায় বিএনপিকে সকল নৈরাজ্যের জন্য চরম মূল্য দিতে হবে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।