স্টাফ রিপোর্টার ॥ মোঃ মহিবুর রহমান চৌধুরী তছনু এনটিভি নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি নিয়োগ লাভ করেছেন। গতকাল এনটিভির ম্যানেজার আসাদুজ্জামান টিটু তাকে এ নিয়োগ প্রদান করেন।
ফুটারমাটি এ-ওয়ান যুব সমবায় সমিতির লিঃ এর সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামের ইংল্যান্ড প্রবাসী নর্থ-নর্থ ওয়েস্ট এন্ড মিডল্যান্ট এনটিভি ইউরোপ এর ব্যুারো প্রধান ফারছু আহমেদ চৌধুরীর ছোট ভাই।