প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ সদর উপজেলার ২নং আদর্শ রিচি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক পিন্টু আচার্য্য ও সদস্য সচিব শ্রীকান্ত গোপ। এর আগে গত শুক্রবার রাতে শ্রী শ্রী মহাদেব ও শনি মন্দিরে ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়।
উক্ত সম্মেলনের সভাপত্বি করেন বিজয় প্রসাদ সুত্রধর। এ সময় সর্বসম্মতিক্রমে সভাপতি কানু সুত্রধর, সাধারণ সম্পাদক সুব্রত গোপ রিংকু ও সাংগঠনিক সম্পাদক হিসেবে পিন্টু রায়কে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট রিচি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।