নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামে ৭ বছরের এক শিশু বলৎকারের ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
সুত্রে জানা যায়, উপজেলার নিজ আগনা গ্রামের ফটিক মিয়ার শিশু পুত্র তাওহিদ মিয়া (৭) গত ৫ মার্চ রবিবার সকালে পাশর্^বর্তী কাউছার মিয়ার ক্ষেতে খিরা খুড়তে যায়। এ সময় ক্ষেতের মালিক ওই গ্রামের কাউছার মিয়া (৫০) নির্ঝনস্থানে একা পেয়ে কৌশলে ওই শিশু তাওহিদ মিয়াকে বলৎকার করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানায়। এ সময় তারা স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে তাওহিদের বাবা ফটিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে দফারফার কথা অস্বীকার করেন ফটিক মিয়া। আকবর আলী ডাক্তার বলেন, দফারফার বিষয়টি সঠিক নয়। তবে ঘটনাটি সত্য।