শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে জি কে গউছ বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামীলীগ নোংড়া রাজনীতি করছে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামীলীগ নোংড়া রাজনীতি করছে। উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে জিম্মি করে বিএনপিকে পাতানো নির্বাচনে নিতে চায়। যা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। বাংলাদেশে সুষ্ঠ রাজনীতির ধারা অব্যাহত রাখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারকে নিশ্চিত করতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যতায় বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হলে দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠকে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জি কে গউছ আরও বলেন- এই অঞ্চলের মানুষের নিকট আমি আজীবন ঋণি হয়ে থাকবো। এই গরুর বাজার স্কুল সেন্টারের পর পর তিনবার আমি এই অঞ্চলের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমি পৌরসভার মেয়রের দায়িত্ব নেয়ার পর মাত্র ২ বছর আমার দল বিএনপি রাষ্ট ক্ষমতায় ছিল। আমি তৎকালিন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সহযোগীতায়, তৎকালিন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ বরাদ্ধে কামড়াপুর থেকে নছরতপুর পর্যন্ত রেলটেকের উপর বাইপাস সড়ক নির্মাণ করেছিলাম। খোয়াই নদীর উপর কামড়াপুর ব্রীজ ও এম এ রব ব্রীজ নির্মাণ করেছিলাম। যার সুফল হবিগঞ্জের মানুষ ভোগ করছেন। আমি উন্নয়নের মাধ্যমে অবহেলিত হবিগঞ্জ পৌরসভার মানচিত্র পাল্টে দিয়েছি। হবিগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করেছি। যার প্রতিদান পৌরবাসী আমাকে দিয়েছেন।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাস আলী পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, মহিবুল ইসলাম শাহিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, এডভোকেট আফজাল হোসেন, নাজমুল হোসেন বাচ্চু, আব্বাস উদ্দিন, আব্দুর রউফ, মর্তুজা আহমেদ রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, মামুনুর রশিদ খান, দেওয়ান মোহাইমিন চৌধুরী ফুয়াদ, বিএনপি নেতা লিটন আহমেদ, দুদু মিয়া, নজরুল ইসলাম কাওছার, সিরাজুল ইসলাম জীবন, শাহিদ মিযা, শাহ মুশলিম, আব্দুর রউফ মোল্লা, মেরাজ হোসেন, মামুন আহমেদ, সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান, গোলাপ খান, আরিছ মিয়া, ইলিয়াছ আহমেদ ওয়াহিদ, কাজল মিয়া, সৈয়দ রুহেব হোসেন, আল আমিন তালুকদার, আব্দুল কাইয়ুম, শাহিন আলম, শাহজাহান মিযা, আজিজুল ইসলাম, জাকির হোসেন রানা, ফয়জুল ইসলাম ইব্রাহিম, মোঃ রকি, লিংকন, জীবন মিয়া, রাখাল সরকার, বরণ সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com