চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অটোরিকশা চালিত টমটম চুরির অভিযোগে ছয় টমটম চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার গভির রাতে চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাশী ইউপির আইতন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- উপজেলা নয়ানী গ্রামের মৃত আঃ আওয়ালের পুত্র মোঃ আবুল হোসেন প্রকাশ বশির (২৫), বড়াব্দা গ্রামের মোক্তার মিয়ার পুত্র ফয়সল মিয়া ওরফে মোঃ সুমন (২৩), পূর্ব পাকুরিয়া গ্রামের মৃত আলফর মোল্লার পুত্র ছায়েদ মিয়া (৩৫), দ্বিমাগুরুন্ডা গ্রামের আব্দুল্লাহর পুত্র জসীম মিয়া (২২), কাচুয়া গ্রামের মৃত হাফিজ উল্লার পুত্র আজিজুল্লা রাজন (২০), নোয়াবাদ গ্রামের আঃ মন্নান কমলার পুত্র আলমগীর (২১)।
চুনারুঘাট থানার এসআই ফজলে রাব্বি বলেন, গত ২৮ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টায় পৌর এলাকার হাতুন্ডা গ্রামের শংকরের বাড়ির পাশে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত কালাম মিয়ার পুত্র মোঃ আঃ ছাত্তার মিয়ার অটোরিকশা চালিত টমটম নাট-বল্টু খুলে ঝড়ঝড়া করে তারা নিয়ে যায়। এ ঘটনায় টমটম মালিক মোঃ আঃ ছত্তার মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।