স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের বাসিন্দা বিশিষ্ট ঠিকাদার আব্দুল কাইয়ূম মারা গেছেন। গত মঙ্গলবার রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রাত ৯টায় শায়েস্তানগর জামে মসজিদে নামাজ পড়ার সময় বয়ান শুনছিলেন। হঠাৎ বুকে ব্যথা উঠলে তাকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
সূত্র জানিয়েছে, কিছুদিন আগে তিনি হার্টে রিং বসিয়েছিলেন। গতকাল বুধবার জেকে এন্ড এইচ কে হাই স্কুল মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।