নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে মা ফাতেমা (রা:) মাদ্রাসার নিকটে মোটর সাইকেল ও সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। দুর্টনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে।
আহতরা হলেন সিএনজি যাত্রী নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাজেরা বেগম (৩৫), জগন্নাথপুর উপজেলার সামারগাঁও গ্রামের তবারক উল্লা (৫৮), ইছগাঁও গ্রামের সুরত খাঁন (৫০), মোটর সাইকেল এরালিয়া গ্রামের তোফাজ্জল হোসেন (২৫), মারুফ (১৫)।
গুরুতর আহত মারুফের ডান পা ভেঙ্গে গেলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্য আহতদের ইনাতগঞ্জ বাজারে চিকিৎসা দেয়া হয়েছে।