নবীগঞ্জ প্রতিনিধি ॥ শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই উপপাদ্যকে সামনে নিয়ে নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালন করা হয়ছে।
নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে বুধবার সকালে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্বে করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার, পজিব কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও সময় প্রত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ফারজানা পারুল, অলক গোপ, ব্রাক স্বাস্থ্য পুষ্টি ও জন সংখ্যা কর্মসূচি, প্রোগ্রাম এসিস্ট্যান্ট মহিলা ইউপি সদস্য মরিময় বেগম প্রমুখ।