স্টাফ রিপোর্টার ॥ ২ বার বাংলা চ্যানেল বিজয়ী হবিগঞ্জের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাঁতারু রওনক ইসলামকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশনের আহবায়ক সাবেক অধ্যক্ষ মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক- ব্যাংকার মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা যথাক্রমে সিনিয়র আইনজীবী এড. পূণ্যব্রত চৌধুরী বিভূ (৬৫ ব্যাচ), সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ (৭৬ ব্যাচ), সিনিয়র আইনজীবী এড. মনজুর উদ্দিন আহমদ শাহীন (৭৬ ব্যাচ), সিনিয়র আইনজীবী এড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন (৭৭ ব্যাচ), অবসরপ্রাপ্ত ব্যাংকার শাহেদুল আলম জুয়েল (৭৫ ব্যাচ), ক্যাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ দেওয়ান মিয়া (৮০ ব্যাচ) এবং স্কুলের শিক্ষক কায়সার আহমেদ।
উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বশিরুল আলম কাওছার (৮৭ ব্যাচ), সহকারী অধ্যাপক মোঃ মোর্শেদ কামাল (৮২ ব্যাচ), প্রধান শিক্ষক ফজলুল করীম খসরু (৮৩ ব্যাচ), নিয়াজ খান চৌধুরী (৮৪ ব্যাচ), সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ ইকবাল বাকী (৮৪ ব্যাচ), প্রধান শিক্ষক নাজমুল হক (৮৮ ব্যাচ), রোটারিয়ান আজিজুর রহমান মান্না (৯৬ ব্যাচ) সহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ।
উল্লেখ্য, টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম বীচ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত (১৬.১ কিলোমিটার) মোহনীয় নীল জলরাশিই বাংলা চ্যানেল নামে পরিচিত। ১৭ বছর ধরে এ জলপথে আয়োজিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর এডভেঞ্চার “বাংলা চ্যানেল সুইমিং”।
সাঁতারু রওনক ইসলাম ২০২০, ২০২১ ও ২০২২ সালে বাংলা চ্যানেল সুইমিং এ অংশ নিয়ে ২০ ও ২২ সালে সফলভাবে পাড়ি দিতে সক্ষম হয়েছে। ২১ সালে ইনজুরি এবং সমুদ্রের উত্তাল পরিবেশে অতিক্রমে ব্যর্থ হয়।
সাঁতারু রওনক বাংলা চ্যানেল পাড়ি দেওয়া অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁকে এই সম্মাননা প্রদান করার জন্য এলামনাই এসোসিয়েশন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এলামনাই এসোসিয়েশনের সাধারণ সদস্য হন।
এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ রওনক ইসলাম কে সাঁতার চর্চা অব্যাহত রাখার আহবান জানিয়ে সকল প্রকার সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন।
রওনক ইসলাম লাখাই মুক্তিযোদ্ধা কলেজের সাবেক অধ্যক্ষ, লাখাই উপজেলার বামৈ গ্রামের দ্বীন ইসলামের পুত্র।