স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ছাত্র উন্নয়ন সংগঠনের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২ মার্চ বৃহস্পতিবার বিকালে মন্দরী গ্রামের প্রাইমারী বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। উপদেষ্টা সোহাগ মিয়া ও অর্থ সম্পাদক নাছির উদ্দীন রানার পরিচালনায় বক্তব্য রাখেন, শাহ্পরান (রা:) কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা শেখ হাবিবুল হক, উপদেষ্টা, তাইফুর মিয়া, সোহাগ মিয়া, রুবেল মিয়া, সভাপতি মাওলানা মহিউদ্দিন, সহ-সভাপতি সোহান লস্কর, সাধারণ সম্পাদক ফয়সল খান, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম শিবলু, অর্থ সম্পাদক নাছির উদ্দিন রানা, প্রচার সম্পাদক মিলাদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক কুহিনূর মিয়া, দপ্তর সম্পাদক এহিয়া খান, সদস্য রাজিব লস্কর, লিংকন, শাকিল, আজাদ, সুয়াইব, তাসলিমূল প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গ্রামের অর্ধশতাধিক উচ্চ শিক্ষিত ও বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মন্দরী ছাত্র উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক মোঃ কাউছার আহমেদ ও শেখ হাবিবুল হক। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মজিদ খান বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। যে কারণে মন্দরী গ্রামের মতো অজো-পাড়া গ্রামেও আজ শত শত উচ্চ শিক্ষিত যুবক। তারা বিভিন্ন পর্যায়ে সরকারী ও বে-সরকারী চাকুরীতে কর্মরত রয়েছে। তারা গ্রামের সু-নাম বয়ে আনছে। তিনি বলেন সারাদেশের মধ্যে মন্দরী গ্রাম শিক্ষার হার ছিল সর্বনিম্ন। বর্তমান সরকার ক্ষমতায় এসে মন্দরী এই গ্রামে বহুতল ভবন অত্যাধুনিক হাইস্কুল, বহুতল ভবন প্রাইমারী স্কুল নির্মাণ করে দিয়েছে। তাই শিক্ষাত্রেক্ষে বিপ্লব ঘটেছে। দ্বীপে মতো গ্রামেও এখন গাড়ি দিয়ে যাতায়াত করা যায়। তাই যেটুকু কাজ অসম্পন্ন রয়েছে সেই সমগ্র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার বিজয় সু-নিশ্চিত করতে হবে। মজিদ খান বলেন, মন্দরী ছাত্র উন্নয়ন সংগঠন শক্ষা বিস্তারে যে ভূমিকা পালন করছে তা অত্যান্ত প্রসংশনীয়। তিনি বলেন, মানবিক মানুষ হয়ে মন্দরী ছাত্র উন্নয়ন সংগঠনকে এগিয়ে নিতে হবে। এই সংগঠনের প্রতিটি ছেলে অত্যান্ত অমায়িক ও ধার্মিক। তিনি মন্দরী ছাত্র উন্নয়ন সংগঠনের সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।