মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার (পশ্চিম) বড় ভাকৈর ইউনিয়নের উন্নয়ন সভা ও টিউবওয়েল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান রঙ্গলাল দাশের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ায়, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সাব্বির আহমেদ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী হাসান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফা আক্তার কাকলি, ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমর চন্দ্র দাশ, করগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদ মিয়া, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল প্রমূখ। সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে বিশেষ অবদান রেখেছে। বর্তমান সরকার প্রত্যেকটা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় প্রত্যেকটি ইউনিয়নেকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তিত করা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।