স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশবিরোধী অপশক্তি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। তারা যুগে যুগে নিজেদের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেছে। তিনি গতকাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা হবিগঞ্জ শহরের কালিবাড়িতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলেন এমপি আবু জাহির আরও বলেন, বর্তমান সরকার দেশে ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করেছে। এ সরকারের আমলে সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় কর্মকাণ্ড সঠিকভাবে পালনের সুযোগ পেয়েছে। এক ধর্মের মানুষের প্রতি অন্য ধর্মের মানুষদের দায়িত্বশীল মনোভাব তৈরী হয়েছে। দেশবিরোধী অপশক্তি এই সম্প্রীতি বিনষ্ট করতে চায়। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা দেশের যে কোন বিপদে সকল ধর্মের মানুষের পাশে থাকে। কিন্তু বিপদের সময় জনগণ বিএনপি নেতাদের খোঁজে পায় না। বিএনপি নেতারা শুধু ভোটের সময় এলে ‘কচ্ছচপের’ মতো গলা বের করে। ফলে এ রাজনৈতিক দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সম্মেলনে পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার মোদকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়।