নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি (১৯৭৯) অটোরিক্সা শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের আহবায়ক মাওলানা রফি উদ্দিন জালালীর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আওলাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন, সদস্য আবুল কালাম, আশিকুল ইসলাম, হাদিস, হাসিম মিয়া, কালা মিয়া, শাহেদ মিয়া প্রমুখ।
সার্বিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন সাবেক পৌর কাউন্সিলর সুন্দর আলী। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উক্ত নির্বাচন সুন্দর সুস্থ ভাবে পরিচালনা করার জন্য নবীগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক সংগঠনের আহবায়ক তৌহিদুল ইসলাম চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যুগ্ম নির্বাচন কমিশনার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, আওয়ামীলীগ নেতা সাবেক প্যানেল মেয়র এটি এম সালাম, সহকারী নির্বাচন কমিশনার সমাজ সেবক সাহেব আলী, পৌর কাউন্সিলর আব্দুস সোবহান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, ইউপি সদস্য
মিজানুর রহমান মিজান, অলিউর রহমান, ইসমত মিয়াকে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনারবৃন্দ ভোটার হাল নাগাদ করে সুন্দর শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিবেন এই প্রত্যাশা শ্রমিক নেতৃবৃন্দের।