স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে আনাড়ি অ্যাম্বুলেন্স চালকের ধাক্কায় একটি মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এতে দুই যাত্রী আহত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক বলে লাশসহ বিভিন্ন রোগীকে গন্তব্য স্থান ও হাসপাতালে পৌঁছে দিচ্ছে। এতে করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা। গতকাল বানিয়াচং থেকে একটি লাশ এলে ময়নাতদন্ত শেষে ১৫ বছরের রিপন মিয়া নামের এক চালক লক্কর ঝক্কর অ্যাম্বুলেন্স এনে লাশ তুলে। পরে বেপরোয়া গতিতে চালিয়ে যাবার সময় হাসপাতালের ফটক থেকে মেইন রোডে উঠার সময় মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে এবং আরোহীরা সিটকে পড়ে। লোকজন রিপনকে মারধোর করে। তখন হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্স চালকরা জানায়, সে তাদের চালক না। পরে গাড়িতে লাশ থাকায় ছেড়ে দেয়া হয়। এরকম প্রায়ই ঘটছে।