স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি প্রায় এক কোটি টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ ভবনটি নির্মাণ করিয়েছেন। এমপি আবু জাহির গতকাল দুপুর ১২টায় আনুষ্ঠানিক ভাবে ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর বরাদ্দে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধন শেষে এমপি আবু জাহির বিদ্যালয়ে আয়োজিত সুধী সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক কাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য মোঃ জিতু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি হাজী আহছান উল্লা, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি বরকত আলী প্রমুখ।
এ সময় এমপি আবু জাহির আন্তরিকভাবে পাঠদানে শিক্ষকদের প্রতি শিক্ষকদের প্রতি নানা নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি ছেলেমেয়েদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান। এতে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একইদিন বিকেলে এমপি আবু জাহির লাখাই উপজেলার পূর্ব সিংহগ্রামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।