শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

দায়িত্ব পালনের দুই বছরে বিশেষ সাক্ষাৎকার ॥ দুই বছরে কতটা কাজ করতে পেরেছেন মেয়র সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কয়েক বছর আগেও হবিগঞ্জ পৌরসভা এতটা গোছানো ছিল না। সাম্প্রতিককালে বেশ কিছু উন্নয়নে জেলা শহরটি অনেকখানি আলোর মুখ দেখেছে। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের রাজনীতিবীদ আতাউর রহমান সেলিম। তাঁকে নির্বাচিত করতে হবিগঞ্জে এসে জনতার বাড়ি বাড়ি ঘুরে গেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক ও যুবলীগ নেতা শেখ পরিবারের সন্তান শেখ ফজলে নাঈমসহ শীর্ষ নেতারাও। তাঁরা দিয়ে যান নানা প্রতিশ্রুতিও। আতাউর রহমান সেলিম নির্বাচিত হওয়ার পর একমাত্র ছেলের মৃত্যু নিয়ে কিছুদিন বিষহ্ন থাকার পর এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন। সামলাতে হয়েছে দুই বছরব্যাপি করোনার ধাক্কাও।
এ হিসেবে কৌতুহল জাগতে পারে এতদিন হবিগঞ্জবাসীর জন্য কী কী করেছেন তিনি, পৌর পিতা হিসেবে কতটুকু সফল, সামনের দিনে পৌরসভার উন্নয়নে ভাবনা কী, একই সঙ্গে মেয়র হিসেবে তিনি জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পেয়েছেন সম্প্রতি এসব বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আতাউর রহমান সেলিম।
গণমাধ্যমকর্মী ঃ- আধুনিক স্টেডিয়ামের পাশে হবিগঞ্জবাসীর ‘গলার কাটা’ হিসাবে পরিচিতি পাওয়া ময়লার স্তুপ সরিয়ে নিয়েছেন। তবে সামনের দিনে ময়লা ব্যবস্থাপনায় পরিকল্পনা কি?
আতাউর রহমান সেলিম ঃ- ২০ বছর যাবৎ কিবরিয়া মিলনায়তনের পাশে জমা হওয়া বর্জ্য পরিবেশ দূষণের মারাত্মক কারণ হিসেবে পরিণত হয়। বিগত দিনে নতুন ডাম্পিং স্পট বাস্তবায়নের অনেক চেষ্টা ব্যর্থ হয়। এ সমস্যা দূর করা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমি সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহানের সহযোগিতায় আবর্জনার স্তুপ অপসারণ করে অস্থায়ী ডাম্পিং স্পটে অপসারণ করেছি। এ কাজ করতে খোয়াই বাঁধের উপর দিয়ে সড়ক নির্মাণ করতে হয়েছে। ইতোমধ্যে স্থায়ী ডাম্পিং স্পটের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জায়গা বন্দোবস্ত হয়েছে। এটি বাস্তবায়ন করা হবে।
গণমাধ্যমকর্মী ঃ- পৌরসভার বেদখল হওয়া ভূমি উদ্ধারে কতটা কাজ করতে পেরেছেন?
আতাউর রহমান সেলিম ঃ- পানি উন্নয়ন বোর্ডের সামনে হবিগঞ্জ পৌরসভার প্রায় ৮০ শতক ভূমি বেদখলে ছিল। এ স্থানে ব্যবসায়ীরা অবৈধভাবে প্রায় ৬৫টি দোকান পরিচালনা করছিলেন। জমির মালিক হওয়া সত্ত্বেও হবিগঞ্জ পৌরসভার তহবিলে কোন ভাড়া জমা পড়েনি। আমি শ্মশানঘাট রোডে পৌর হকার্স মার্কেট নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মার্কেটে পুনর্বাসন করে পানি উন্নয়ন বোর্ডের সামনের প্রায় ৮০ শতক ভূমি উদ্ধার করেছি। এমপি আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের পরামর্শক্রমে এ স্থানে পরবর্তী প্রকল্প বাস্তবায়ন করা হবে। পৌর শ্মশানঘাটের সামনে পৌরসভার মালিকানাধীন একটি জলাশয়রকম ভূমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এ জলাশয়টি একটি মহল ব্যবহার করছিল। ৯০ লাখ টাকায় হকার্স মার্কেট নির্মাণের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সেখানে পুনর্বাসন করেছি। এছাড়া পৌর বিপনী বিতানের দো’তলায় প্রায় তিন কোটি টাকা মূল্যের ৫ হাজার স্কয়ার ফুট জায়গা কিছু দুষ্কৃতিকারীর কবলে ছিল। সেটি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি। ঘাটিয়া বাজারের মার্কেট, চন্দ্রনাথ পুকুর পাড়ের মার্কেট ও হবিগঞ্জ পৌর টাউন হল মার্কেটের আয় থেকে পৌরসভা দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। বিগত দিনে এ প্রতিষ্ঠানগুলোর আয়ের কোন হিসেবে পাইনি। এই সম্পদগুলোর আয় পৌরসভায় যুক্ত করার চেষ্টা করছি।
গণমাধ্যমকর্মী : পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কিছু করতে পেরেছেন?
আতাউর রহমান সেলিম: পিটিআইয়ের সামনে পৌরসভার একটি ভবন অব্যবহৃত অবস্থায় ছিল। এ ভবনের সামনে বখাটেদের আড্ডায় জনদুর্ভোগ হত। সেখানে ‘হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জ ও পৌর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ চালু করেছি। এই কেন্দ্রে নিয়মিত টিকাদান ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সাপ্তাহে চারদিন সেবা দেওয়া হচ্ছে।
গণমাধ্যমকর্মী : কতটা অবকাঠামোগত উন্নয়ন করতে পেরেছেন?
আতাউর রহমান সেলিম: ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা হয়েছে। কালিবাড়ি ক্রস রোড, কোর্ট স্টেশন রোড, কলেজ হোস্টেল ও পিটিআই রোড, নূরুল হেরা ও চৌধুরী বাজার সুন্নী জামে মসজিদের সামনের রাস্তাসহ বিভিন্ন রাস্তা পৌরসভার উদ্যোগে আরসিসি করা হয়েছে। আরও কিছু রাস্তা পাকা করা হয়েছে। এমপি আবু জাহির এর মাধ্যমে প্রধান সড়কটি প্রায় ১৪ কোটি টাকায় আরসিসি দ্বারা পাকা করা হয়েছে। চাঁদের হাসি হাসপাতালের পিছনে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুরাতন খোয়াই নদীতে ৮০ লাখ টাকায় ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ পৌর এলাকায় শিশুদের সাঁতার শেখার উপযুক্ত কোন স্থান ছিল না। পৌর পরিষদের সিদ্ধান্ত অনুুযায়ী তিনকোনা পুকুরে সাতার শেখা ও অন্যান্য কাজের জন্য একটি ঘাটলা, বাথ ও ড্রেসিং রুম এবং পুকুরপাড়কে নান্দনিক করে গড়ে তোলা হচ্ছে।
গণমাধ্যমকর্মী : শিক্ষার উন্নয়নে কিছু করেছেন কি?
আতাউর রহমান সেলিম: শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আততায় ইতিমধ্যে পৌর এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
গণমাধ্যমকর্মী : মশক নিধন কার্যক্রম কতটা পরিচালনা করতে পেরেছেন?
আতাউর রহমান সেলিম: মশার উপদ্রব হতে শহরবাসীকে রার জন্য পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরকারি বেসরকারি অফিস, বাসাবাড়ি ও দোকানপাটের আশপাশে মশার প্রজনন রোধ করতে মশক নিধন অভিযানের পাশাপশি নিয়মিত ওষুধ স্প্রে করা হয়।
গণমাধ্যমকর্মী : ড্রেনেজ ব্যবস্থার উন্নতিতে কতটা সফল?
আতাউর রহমান সেলিম: হবিগঞ্জ পৌর এলাকায় পানি নিষ্কাশন নিশ্চিত করতে ইতিমধ্যে এক্সকেভেটরের মাধ্যমে ও শ্রমিক দিয়ে পরিস্কার কাজ পরিচালনা করা হ”েছ। দিনের পাশাপাশি রাতেও পরিষ্কারের কাজ পরিচালিত হয়। নতুন কিছু ড্রেন নির্মাণ হয়েছে, আরও নির্মাণের কাজ চলমান। পুরোপুরিভাবে জলাবদ্ধতা মুক্ত শহর গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। তবে এক্ষেত্রে পৌরবাসীর সচেতনতাও প্রয়োজন। ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে সকলকে বিরত থাকতে হবে।
গণমাধ্যমকর্মী : শহরবাসীর চিত্ত বিনোদনের জন্য কোন পরিকল্পনা আছে কি?
আতাউর রহমান সেলিম: হবিগঞ্জ পৌর এলাকায় একটি শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও জেলা প্রশাসক ইশরাত জাহানের সহযোগিতায় এ দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছি।
গণমাধ্যমকর্মী : ধন্যবাদ, ভাল থাকবেন।
আতাউর রহমান সেলিম: আপনাকেও ধন্যবাদ, আপনিও ভাল থাকবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com