প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের চন্দ্রনাথ পুকুরপাড় দোকান ঘর মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় টাউন মসজিদ রোড এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শংকর অধিকারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুখলিছুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোঃ আব্দুল্লাহ, হাজী মাহফুজ চৌধুরী, এমদাদুল ইসলাম, সুমন মিয়া, কোষাধ্যক্ষ উজ্জ্বল আহমেদ, ফয়সল আহমেদ, মিজানুর রহমান আরিফ, শুভ, আমিনুল ইসলাম আমিন প্রমূখ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামীতে সকল কার্যক্রম গতিশীল করা ও প্রত্যেক মাসে নিয়মিত মাসিক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।