স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রয়াত মো. আব্দুল হাই দীর্ঘদিন সাংবাদিকতায় সম্পৃক্ত থেকে জেলার সমস্যা সম্ভাবনা তুলে ধরেছেন। তাঁর মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন নির্ভীক কলম সৈনিককে হারিয়েছে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রসঙ্গত, মো. আব্দুল হাই বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় হবিগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন।