স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর পশ্চিম হাটি এলাকায় অভিযান চালিয়ে জাকির মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৬০পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গত বুধবার বিকেলে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে জাকিরকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়। সে ওই গ্রামের জাহির মিয়ার পুত্র। এ বিষয়ে মাদক আইনে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়।