বাহুবল প্রতিনিধি ॥ “ভোটার হব নিয়ম মেনে, বোট দিব যোগ্য জনে” এই প্রতিপাত্যকে সামনে বাহুবলে ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার গোলাম মোহাম্মদ মেহেদী, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিউজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ প্রমূখ।