স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়ার গয়েবপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় সুরুক মিয়া (৩৫)ও নবীর হুসেন (৩২) আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে আহতরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের এরশাদ আলীর নেতৃত্বে অফিক উল্লা, আতিক উল্লাহ্ সহ ১০/১৫ জনের একদল লোক তাদের বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে মারধর করে আহত করে।