বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ প্রেসক্লাব পরিবারের বাঁধনহারা আনন্দময় একদিন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীতের জড়তা কাটিয়ে এখন প্রকৃতিতে বইছে বসন্তের বাতাস। আর চারিদিকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান। প্রকৃতি যখন জীর্ণতা কাটিয়ে সবুজে সবুজে ভরে ওঠেছে, সেই আনন্দকে নিজের করে নিয়েছেন জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ। আনন্দ ভ্রমণ ও বনভোজনের মধ্য দিয়ে ব্যস্ততম হেসে-খেলে পরিবারের সাথে সময় একটিদিন কাটিয়েছেন ব্যস্ততম গণমাধ্যমকর্মীগণ। আবারো এমন একটি বাঁধনহারা আনন্দময় দিনের জন্য আরো এক বছর অপেক্ষা করতে হবে তাদের। স্মৃতির এ্যালবামে গেঁথে থাকবে ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২৩।
মঙ্গলবার সকাল ৮টার আগে থেকেই সাংবাদিকগণ তাদের পরিবারের মানুষদের নিয়ে হবিগঞ্জ প্রেসক্লাবে আসা শুরু করেন। মুহূর্তের মধ্যেই ভরে ওঠে হবিগঞ্জ প্রেসক্লাব অফিস, মিলনায়তন ও রাস্তার সামন। প্রেসক্লাবের অফিসিয়াল স্টাফরা সকালের নাস্তা দুটি লুচি, ভাজি ও সিদ্ধ ডিম পরিবেশন করেন সকলের মধ্যে। নাস্তা শেষে দুটি বাসে ওঠে পড়েন সবাই। তখন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলুর রহমানের নেতৃত্বে ৭/৮ জন শুরু করেন র‌্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি শুরু করেন।
সকাল পৌনে ৯টায় দুটি বাস যাত্রা শুরু করে। গন্তব্য মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ‘মুক্তানগর রিসোর্ট’। শীতের রেখে যাওয়া অবশিষ্ট কুয়াশা ভেদ করে এগিয়ে চলে হবিগঞ্জ প্রেসক্লাবের দুটি বাস। বাসের মধ্যে প্রেসক্লাব সদস্য, তাদের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের খুঁনসুটি, গান চলতে থাকে। কেউ কেউ কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন আর জানালার দিকে তাকিয়েছিলেন। বনভোজনের দুটি বাস ঢাকা-সিলেট মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছিল। শেরপুর রুস্তমপুর টোলপ্লাজা পার হবার পর ডানে মোড় নেয় দুই বাস। প্রায় ঘন্টা দেড়েক পর বাস হাজির হয় বনভোজনস্থল মুক্তানগর রিসোর্টে। রিসোর্ট প্রবেশ করেই শুরু হয় হুলুস্তুল! বিশাল এই রিসোর্টের সিুইমিং পুল ও কিডস ওয়াটার পার্কে হুড়োহুড়িতে মেতে ওঠে সবাই। হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শ্রীকান্ত গোপ, ফয়সল চৌধুরী, এসএম সুরুজ আলী, মঈন উদ্দিন আহমেদ তাদের সন্তানদের নিয়ে ওয়াটার কিডস পার্কে পানি ছোড়াছুড়ি করতে দেখা যায়। আর বৈশাখি টের্লিভিশনের জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেকের সাথে সুইমিং পুলে উদ্দাম আনন্দে মাতেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান পাবেল, ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের বার্তা সম্পাদক কাউছার আহমেদ। সুইমিং পুলে এই তরুণদের সাথে যোগ দিয়ে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংক, শ্রীকান্ত গোপ ও মোঃ ছানু মিয়া। ধামাইল ও লোকগানের সুরে মুক্তানগর রিসোর্টের সুইমিং পুলে ঢেউ ওঠে। সময়ের সাথে সাথে মুক্তানগর রিসোর্টটি সম্পূর্ণভাবে হবিগঞ্জ প্রেসক্লাবের নিয়ন্ত্রণে চলে আসে। রিসোর্টের প্রতিটি স্টাফের দেখভাল ও সেবায় মুগ্ধ হতে হয়। রিসোর্টের পক্ষ থেকে ৪টি কক্ষও দেয়া হয়। গণমাধ্যমকর্মীরা সবসময় অন্যদের ছবি তুললেও নিজেদের পরিবারের লোকজনের ছবি তোলা হয়ে ওঠে না। কিন্তু বুধবার দিনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। রিসোর্টের বিভিন্ন পছন্দনীয় স্থানগুলোতে পরিবারের লোকজনের ছবি দিচ্ছিলেন তারা। ফাঁকে ফাঁকে প্রেসক্লাবের সদস্যরা এমন এমন পোজে ছবি তুলছিলেন, যা স্বাভাবিক সময়ে একেবারেই অসম্ভব। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাবেক সভাপতি ফজলুর রহমান তরুণ সাংবাদিকদের আবদার মেটাতে ত্রি ইডিয়টসের চেয়ারে বসে পেছন দিকে থাকিয়ে সেই বিখ্যাত ছবির অনুকরণে ছবি তুলতে হয়েছে। তবে ভালমানের ডিএসএলআর ক্যামেরা দিয়ে সবার ছবি তুলে দিচ্ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নূরউদ্দিন। ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মুজিবুর রহমানের শান্তশিষ্ট স্বভাবের লোককেও আনন্দ-উন্মাদনায় মেতে ওঠতে দেখা গেছে। বেলা গড়িয়ে সময় যখন দেড়টা, তখন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর সবাইকে লাঞ্চের জন্য ডাকতে থাকেন। এতক্ষণ হইহল্লার কারণে সকলেই প্রায় ক্ষুধার্ত। তাই সাধারণ সম্পাদকের ডাকের সাথে সাথেই সবাই লাঞ্চের জন্য রেডি হয়ে তিনতলায় চলে যান। লাঞ্চে থাকে আতপ চালের ভাত, সাথে আলু ভর্তা, ডাল মোরগের রোস্ট ও বোয়াল মাছ। খাওয়া শেষে হাতে হাতে দেয়া হয় কোমলপানীয়। দুপুর গড়িয়ে সময় যখন বিকেলের দিকে এগিয়ে যাচ্ছিল তখন আনন্দের স্থান হয়ে ওঠে মুক্তানগর রিসোর্টের লেকপাড়। লেকের মধ্যে বিভিন্ন আকারের সুসজ্জিত নৌকাগুলোতে প্রেসক্লাব সদস্যদের সন্তান নওমি-জাইমা-নীলাঞ্জনাদের ঘুরে বেড়ানো ও উচ্ছ্বাস সত্যিকার অর্থেই দিনটিকে করে তুলেছিল আনন্দময় ও অর্থবহ। আর শিশুদের নিয়ে অনেক বুড়োরাও কিডস ট্রেনে চড়ে বসে। এরপর লেকপাড়ে শুরু হয় হবিগঞ্জ প্রেসক্লাব সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ধরণের গেম শো। যার অন্যতম ছিল মিউজিক্যাল চেয়ার ও পাতিল ভাঙা। এই দুটি গেম শো সকলকেই মজা দিচ্ছিল। এই দুটি গেম শোতে যারা অংশ নিয়েছেন, তাদের থেকে বেশি মজা করেছেন দর্শক ও বিচারক হিসেবে দায়িত্বপালনকারী প্রেসক্লাব সদস্যদের। হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য বাদল কুমার রায়, সদস্য টিপু চৌধুরী, শাকিল চৌধুরী খেলাগুলোর নিয়ন্ত্রণে ছিলেন। বিশেষ করে প্রেসক্লাব সদস্যদের স্ত্রীদের প্রতিযোগিতা পাতিল ভাঙা। চোখে গামছা বেঁধে হেঁটে গিয়ে পাতিল ভাঙতে যাওয়ার দৃশ্যগুলো সত্যিই খুবই মজার ছিল। শেষপর্যন্ত কেউই পাতিল ভাঙতে পারেননি। তবে সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগরের স্ত্রী মাটিতে আঘাত কলে লাঠি ভেঙে ফেলার জন্য অনেকে তাকে প্রথম পুরস্কার দেয়ার জন্য মত দিয়েছিলেন। শিশুদের গেম শো বাস্কেটে বল নিক্ষেপ প্রতিযোগিতাকে ঘিরেও অভিভাবকদেও মধ্যে বিশাল উৎসাহ ছিল। তবে প্রেসক্লাব সদস্যদের পূর্বনির্ধারিত গেম শো টিপ পরানো সময়ের অভাবে না হওয়ায় খেলাটির গতবারের বিজয়ী সাইফুর রহমান তারেকের মন কিছুটা খারাপ ছিল। কারণ সে নিজেকে এই খেলায় এক্সপার্ট বলে মনে করে। গেমগুলো শেষ হতে না হতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। সবাই আবারো চলে আসে রিসোর্টেও তিন তলায়। সেখানে ততক্ষণে সুরের মুর্ছণা তুলে যাচ্ছে হবিগঞ্জের জনপ্রিয় শিল্পী বেলাল আহমেদ ও শান্তার গান। এক ফাঁকে বসন্ত বাতাসে সই গো গানটি শোনান হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শ্রীকান্ত গোপের মেয়ে। হঠাৎ একসময় মাইক হাতে নেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। তিনি ‘বিশ্বের সেরা গায়ক’, ‘সুরের যাদুকর’সহ নানা উপাধি দিয়ে গান গাইতে আহ্বান জানান সাবেক সভাপতি ফজলুর রহমানকে। তিনি অবশ্য নিরাশ করেননি। বকুল ফুল বকুল ফুল- গান দিয়ে দর্শক-শ্রোতাকূলের মন জয় করেন। যে কারণে তিনি ১শ টাকা বখশিশও পান। এরই মধ্যে চলতে থাকে বনভোজনের সবচেয়ে বড় আকর্ষণ র‌্যাফেল ড্রয়ের আয়োজন। এ সময় হঠাৎ এসে উপস্থিত হন মুক্তানগর রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ রনি আহমেদ। যিনি বাসে তুলে দেয়া পর্যন্ত হবিগঞ্জ প্রেসক্লাবের সাথে ছিলেন। এসেই র‌্যাফেল ড্রয়ের টিকিট কিনে রিসোর্টের স্টাফদের মধ্যে বিতরণ করেন। একইসাথে তিনি সন্ধ্যার নাস্তা হিসেবে নিজের পক্ষ থেকে পাকুড়া, সিঙারা ও কফি খাওয়ান সবাইকে। মুক্তানগর রিসোর্টের স্টাফ ও তার আতিথেয়তায় সকলেকে মুগ্ধ হতেই হয়েছে। এজন্য সবার পক্ষ থেকে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ তাকে ধন্যবাদ জানান ও একটি শুভেচ্ছা উপহার তুলে দেন। সবশেষে শুরু হয় ‘পাগলা নাচ’ মানে র‌্যাফেল ড্র। বাসের মধ্যে সকলকে টিকিট কাটতে জোরাজুরি করা হলেও, র‌্যাফেল ড্র শুরু হওয়ামাত্র তাদের কেনা কূপনগুলো সামনে নিয়ে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন তাদের নাম্বারটি ডাকা হবে। ফজলুর রহমানে তত্ত্বাবধানে র‌্যাফেল ড্রয়ের প্রথম টিকিটটি তুলেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর সহধর্মীনি ইঞ্জিনিয়ার চাঁদনী আক্তার। একে একে হলুদ, নীল, গোলাপী রঙের র‌্যাফেল ড্রয়ের কূপন তোলা হচ্ছিল। এ সময় ফজলুর রহমানের সাথে ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, মুক্তানগর রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাবেদ রনি আহমেদ, সাবেক সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, সাবেক সহ-সভাপতি টিপু চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসিব খান পাবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরউদ্দিন, এসএম সুরুজ আলী, ফয়সল চৌধুরী, সাইফুর রহমান তারেক প্রমুখ। শাকিল চৌধুরীর সঞ্চালনা ছিল র‌্যাফেল ড্রয়ের অন্যতম আকর্ষণ। র‌্যাফেল ড্রয়ের সঞ্চালনার সময় শাকিল চৌধুরীর গাওয়া কয়েকটি রোমান্টিক গানের কলি সকলকে হাসাতে বাধ্য করেছে। একে একে র‌্যাফেল ড্রয়ের ২৬টি পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে শেষ আনুষ্ঠানিকভাবে শেষ হয় হবিগঞ্জ প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজন। আর এ অনুষ্ঠান সফল করতে উল্লেখ্য যোগ্য পরিশ্রম করেছে প্রেসক্লাবের অফিস সহকারী নিশি কান্ত। র‌্যাফেল ড্রয়ের হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ মাইক হাতে তুলে নিয়ে বলেন, আজকের মত আমাদের বনভোজন শেষ হল। প্রেসক্লাবের সদস্যগণ ও তাদের পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণের জন্য বনভোজনটি আনন্দে ভরে ওঠেছিল। আশা করছি আরো এক বছর পর আমরা এভাবেই আবার মিলিত হব। শুভ রাত্রি।
ফিরে আবার রাতেই পত্রিকা অফিসে গিয়ে কাজ। নইলে পরদিন সকালে আবারো যার যার এ্যাসাইনমেন্ট সফল করতে নেমে যাওয়ার চিন্তা করে কান্ত-অবসন্ন দেহে বাসের সিটে হেলান দিলেন সবাই। আর বাস দুটি ছুটে চলে হবিগঞ্জের উদ্দেশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com