স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি হয়েছে। আগামী দিনে আরও অনেক উন্নতি করা হবে।’ তিনি গতকাল হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের ল্য শিাকে সবার কাছে পৌঁছে দেওয়া, শিাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, শিক্ষাকে জীবন ও সংস্কৃতিমুখী করা, সৃজনশীল এবং আনন্দময় করা।’ এ সময় তিনি হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, অনেকগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত, সরকারিকরণ এবং নতুন অনেক শিক্ষা স্কুল, কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। এমপি আবু জাহির বলেন, ‘সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে নানা উন্নয়ন বাস্তবায়ন করছে। তবে এ সকল উদ্যোগকে শতভাগ কার্যকরের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতার বিকল্প নেই।’ এ সময় তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধূলা করার আহবান জানান। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ২ শতাধিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলেয়া আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রোকেয়া খানম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলমসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। খেলাধুলা ও অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক নজরুল ইসলাম ও নীরেশ চন্দ্র দাশ।