আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে দুটি মেছো বিড়াল এর বাচ্চা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার সংলগ্ন মরা খোয়াই নদীর বাধেঁ একটি বাজারের ব্যাগে চেঁচামেচি শুনে স্থানীয় উৎসুক জনতা সাংবাদিক কামরুল ইসলামকে খবর দিলে তিনি পরিত্যক্ত ব্যাগের মুখ খুলে দেখতে পায় এতে দুটি মেছো বিড়াল এর বাচ্ছা রয়েছে। তাৎক্ষণিক মেছো বিড়াল এর বাচ্চা দুটিকে উদ্ধার করে খাঁচায় রাখা হয়, পরবর্তীতে কালেঙ্গা বনের রেঞ্জ অফিসার মোঃ খলিলুর রহমানকে জানালে তিনি কালেঙ্গা ভিট অফিসার জুয়েল রানাকে মেছো বিড়ালের বাচ্চা উদ্ধারের জন্য ঘটনাস্থলে পাঠায়। সন্ধ্যায় দুটি মেছো বিড়ালের বাচ্চা অবমুক্ত করার জন্য বিট অফিসার জুয়েল রানার কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে মৌলভীবাজার বন্য প্রাণী সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, মেছো বিড়ালের বাচ্চা দুটিকে যেখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, সেই জাগাটির তথ্য যদি জানা যেত তাহলে সেখানে নিয়ে রেখে দিলে মেছো বিড়ালের বাচ্চা দুটিকে তাদের মা এসে নিয়ে যেত, নতুবা বাচ্চা দুটিকে বাঁচানো কঠিন হবে বলে তিনি জানান।