মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জ পৌরভার ৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা সমাপ্ত হয়েছে। কবি, লেখক, কলামিস্ট, শিক্ষক, সাংস্কৃতিক, সুধীজন ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় এই প্রাণের গ্রন্থমেলা। গতকাল মঙ্গলবার বিকালে পৌরসভার আয়োজনে পৌরসভা পরিষদে গ্রন্থমেলায় স্বরচিত কবিতা পাঠের পাশাপাশি শিশুদের কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, ভাষা দিবস সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। কবি পৃথ্বীশ চক্রবর্তী, ছায়মা ছাদিয়া চৌধুরী মাইশা, জান্নাতুল ফেরদৌস রুমুর যৌথ সঞ্চালনায় সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও ডিন প্রফেসর ডঃ আবুল ফতেহ ফাত্তাহ, প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি, জেলা পরিষদের সদস্য শেখ মোঃ শফিকুজ্জামান শিপন, সংরক্ষিত আসনের সদস্য শিরিন আক্তার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, মহিবুর রহমান তছনু, পৌর কাউন্সিলর জাকির হোসেন, যুবরাজ গোপ, কবির মিয়া, ফজল আহমেদ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফারজানা মিলন পারুল, নাজমা আক্তার, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, নিরব তালুকদার, সাগর আহমেদ, তুহিন আলম রেজুয়ান প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পৌরসভার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গ্রন্থমেলা শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী গ্রন্থ মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ গ্রন্থ মেলায় আমন্ত্রিত সকল মেহমানদের প্রতি নবীগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।