বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

পাঁচশ’ নারীকে সেলাই মেশিন দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় অস্বচ্ছল ১২০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন দিয়েছেন এমপি আবু জাহির। এনিয়ে তিনটি উপজেলায় ৫০৫ জন নারীকে সেলাই মেশিন দিলেন তিনি।
গতকাল দুপুরে লাখাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসেবে ১২০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন। উপকারভোগী নারীরা লাখাই উপজেলার ৬টি ইউনিয়নের বাসিন্দা। সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে তাদের এসব সেলাই মেশিন প্রদান করা হয়। এ সময় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে অর্থ সহায়তা বিতরণ করেন এমপি আবু জাহির।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
উপকারভোগী নাসিমা আক্তার জানান, শুধু তার স্বামীর রোজগারে সংসার ভালোভাবে চলতো না। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে সেলাই প্রশিক্ষণ নিয়েছিলেন। একটি মেশিন পাওয়ায় এখন থেকে তিনিও উপার্জন করতে পারবেন। ওই নারীসহ উপকারভোগীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, দেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছেন। একই উদ্দেশ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হল। এ সময় তিনি উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় তারা নৌকার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এর আগে এমপি আবু জাহির তাঁর নির্বাচনী এলাকা শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৩৫ জন ও হবিগঞ্জ সদর উপজেলায় ২৫০ জনকে সেলাই মেশিন প্রদান করেছিলেন।
এদিকে, গতকাল বিকেলে পৌনে দুই কোটি টাকা ব্যয়ে লাখাই ডিসি রোড থেকে বামৈ গরুর বাজার পর্যস্ত রাস্তা পাকাকরণের উদ্বোধন করেন এমপি আবু জাহির। পরে ইউনিয়নবাসী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com