নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রবাসীর অর্থ আত্মসাত মামলায় জামিন মুক্তি পেছেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওর হোসেন ও ইউপি সদস্য সুজন মিয়া। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ হাসানুল জামির এর আদালতে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওর হোসেন ও ইউপি সদস্য সুজন মিয়া জামিন আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আসামীদের জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সালেহ উদ্দীন ও বাদী পরে আইনজীবী ছিলেন এডভোকেট হাফিজুল ইসলাম। আসামী পক্ষের আইনজীবী হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রবিবার জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে ইউপি চেয়ারম্যান মেম্বাবার’কে জেল হাজতে প্রেরণ করা হয়। বুধবার আমরা আবারও জামিন আবেদন করি। আদালত কৌশলীদের যুক্তিতর্ক মনযোগ সহকারে শোনে সন্তুষ্ট হয়ে ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন ও সদস্য সুজন মিয়ার জামিন মঞ্জুর করেন।