স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং বিরোধী ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ইভটিজিং বিরোধী সামাজিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী আনওয়ার আলী সাহেবের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল করিম চৌধুরীর পরিচালনায় বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ ও পুলিশের বিট অফিসার জাহাঙ্গীর আলম সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আলোচকবৃন্দ ইভটিজিং, প্রতিষ্ঠানের মান বিনষ্টকারী, বকাটেদের উৎপাত ও রাস্তাঘাটে শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উপস্থিত সবাই একমত পোষন করেন। সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ বজলুর রহমান, বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলতাব আলী, সাহেব আলী, আব্দুল কদ্দুছ, ইউপি সদস্য কালন দাশ, সুলেমা আক্তার খান, প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, ইয়াহিয়া চৌধুরী, পিন্টু দাশ কটন, হাজী আঃ মতিন, গোলাম রব্বানী, শাহজাহান মিয়া, অনন্ত কুমার দাশ, আফরোজ মিয়া, জিতু মিয়া, গিয়াস উদ্দিন, হাজী শামসুল আলম, রুহুল আমীন, ডাঃ বিশ্বজিৎ দাশ নারায়ণ, রূপায়ন দাশ, রেনু মিয়া, ইছারুল হক শান্তি, আব্দুস শহীদ ছুরুক, আকমল হোসেন সজল, অচিন্ত্য পাল, ফারছু মিয়া, আছলাম গাজী, মুসা মিয়া, দুরুদ মিয়া, অনন্ত দাশ (মুক্তাহার) প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।