স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার ভাদৈ খোয়াই নদীর পাড় এলাকা থেকে ৪ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্যের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে শায়েস্তানগরের মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কাশেম (৫১), পৈল দিঘীর পশ্চিম পাড় গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ হৃদয় মিয়া (২০), তেঘরিয়া পশ্চিমপাড় নিবাসী মোঃ জিতু মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান জাবেদ (২৪) ও শায়েস্তানগর গ্রামের মৃত হাজী নূর হোসেনের ছেলে মোঃ মুহিবুর রহমান (৩৫) কে গাঁজাসহ গ্রেফতার করে।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়।