স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মিথ্যা মামলা দায়ের করায় এহসানুল হক নামে (৪৫) এক শিক্ষককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে এপিপি মুজিবুর রহমান কাজল। রায়ের সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা মৃত ইমতিয়াজ উদ্দিনের পুত্র চৌমুহনী খুর্শিদ হাই স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক এহসানুল হক বাদি হয়ে ২০২১ সালের ৪ এপ্রিল একই গ্রামের আশরাফুল আলম ও ফারুক মিয়া গংদের বিরুদ্ধে মাধবপুর থানায় সাধারণ ডায়েরী করেন তাকে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। যার নং-১৮৫। বিষয়টি তদন্ত শেষে প্রমাণ হয় মিথ্যা। এক পর্যায়ে বিজ্ঞ বিচারক মাধবপুর থানাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে এসআই দেবাশিষ তালুকদার বাদি হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশকে হয়রানির কারণে তার বিরুদ্ধে মামলা করেন। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল ওই শিক্ষককে এ দণ্ডাদেশ দেন।